‘সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে’

‘সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

১৯ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। মন্ত্রী জানান, প্রাথমিকে পরীক্ষার্থী ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। এদের মধ্যে ছাত্রসংখ্যা ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ এবং ছাত্রী ১৫ লাখ ৪ হাজার ৫২৪।

ইবতেদায়ি পর্যায়ে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৫৬৬। ছাত্র এক লাখ ৫৩ হাজার ১৫২ এবং ছাত্রী এক লাখ ৩৮ হাজার ৪১৪ জন। প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় মোট পরীক্ষাকেন্দ্র সাত হাজার ২৭৯টি। এরমধ্যে ১২টি কেন্দ্র দেশের বাইরে। মন্ত্রী জানান, পরীক্ষার দায়িত্বে অনিয়ম হলে, জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।