পহেলা অগ্রহায়ণ: জাতীয় নবান্ন উৎসব পালিত

পহেলা অগ্রহায়ণ: জাতীয় নবান্ন উৎসব পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

‌এসো মিলি সবে নবান্নের উৎসবে – এই শ্লোগানে ১৯তম জাতীয় নবান্ন উৎসব ১৪২৪ উদ্‌যাপিত হলো চারুকলার বকুলতলায়।

নাচ, গান, কবিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সকাল ৭টা ১মিনিট থেকে শুরু হয় উৎসব। পহেলা অগ্রহায়ণে শুরু হয় ধান কাটার উৎসব। ধান কাটাকে ঘিরেই গ্রাম বাংলায় শুরু হওয়া শস্যভিত্তিক লোকউৎসবই এই নবান্ন।

গ্রাম বাংলার সেই উৎসবকে মাথায় রেখেই প্রতি বছর পহেলা অগ্রহায়ণ আয়োজন করা হয় নবান্ন উৎসবের। উৎসবে নবান্ন কথন ছাড়াও ঢাকার ৪৭টি দলের গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, লাঠিখেলা, ধামাইল গান ও আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য পরিবেশিত হয়। নবান্ন উৎসবে আরো ছিলো, ঢাক-ঢোলের বাদন, মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন। পরে চারুকলা থেকে বের হয় শোভাযাত্রা ।