ঢাবিতে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে ‘অপরাজেয় বাংলা আন্তঃক্লাব কুইজ প্রতিযোগিতা’

ঢাবিতে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে ‘অপরাজেয় বাংলা আন্তঃক্লাব কুইজ প্রতিযোগিতা’

শেয়ার করুন

42372662_551157968661635_670380975418507264_n
নিজস্ব প্রতিবেদক :

“সুচিন্তিত জ্ঞান অন্বেষণ, টেকসই বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ”জিয়া হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়” প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে ‘অপরাজেয় বাংলা আন্তঃক্লাব কুইজ প্রতিযোগিতা-২০১৮’।

এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সকল ডিপার্টমেন্টে এবং হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এটি একটি তিন জনের দল ভিত্তিক প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কুইজ ফরম্যাটে পরিচালিত হবে। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ টিমের টিমের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং মাস্টারদা সূর্যসেন হলের সম্মানিত প্রভোস্ট অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এর সম্মানিত প্রাধ্যক্ষ এবং অপরাধ বিজ্ঞান বিভাগের   চেয়ারম্যান অধ্যাপক ড জিয়া রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন টাইমস লিমিটেড।

বিস্তারিত তথ্যর জন্য প্রতিযোগিতার ইভেন্ট লিংক:

https://www.facebook.com/events/302264850358954/?active_tab=about

রেজিস্ট্রেশন লিংকঃ

https://docs.google.com/…/1r9crYlK-aXjdCIOYgvJmYC-ZM5…/edit…

সময়সূচী

তারিখঃ ২৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার।

দপুর ২ টাঃ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

দুপুর ২.৩০ঃ প্রিলিমিনারি কুইজ প্রতিযোগিতা

দুপুর ৪.৩০ঃ ফাইনাল স্টেজ রাউন্ড কুইজ এবং দর্শক পর্ব

সন্ধ্যা ৬টাঃ প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিদের আগমন।

সন্ধ্যা ৬.৩০ঃ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।