এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা দিবে ২৪ লাখ শিক্ষার্থী

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা দিবে ২৪ লাখ শিক্ষার্থী

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

পহেলা নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা- জেএসসি ও জেডিসিতে এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ২৯ জন বেশি।

রোববার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এবারের পরীক্ষায় ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।

গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮শ’ ৪২ জন। এছাড়া পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১০৭টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্য ১২৯টি বেড়েছে। বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছে জানিয়ে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা, বিতরণসহ সংশ্লিষ্ট সবাই গোয়েন্দারা নজরদারিতে রয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। পরীক্ষার সময় কোনো অনিয়ম না করতে শিক্ষকদেরও সতর্ক করেন মন্ত্রী