৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে ইভিএম কেনার প্রকল্প অনুমোদন একনেকে

৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে ইভিএম কেনার প্রকল্প অনুমোদন একনেকে

শেয়ার করুন

ecnec 2_24737নিজস্ব প্রতিবেদক :

৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে ইভিএম কেনার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় দেড় লাখ ইভিএম মেশিন কেনার এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একনেকের সভায় মোট ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এজন্য মোট ব্যয় হবে ১২ হাজার ৫৪৪ কোটি টাকা। সদ্যসমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ ছিলো বলে জানানো হয়।