সিপিডিকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

সিপিডিকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাজেট নিয়ে সিপিডির সমালোচনাকে ‘রাবিশ’ বলে পাল্টা মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে পরিকল্পনা কমিশনে বৈদেশিক সাহায্য ও ব্যবস্থাপনা বিষয়ক একটি ওয়েবসাইট উদ্বোধনের পর অর্থমন্ত্রী আরও জানান, ব্যাঙ্ক আমানতের উপর শুল্ক কমছে না।

বৈদেশিক সাহায্যের ব্যবহার স্বচ্ছ ও অটোমেটেড করতে অর্থমন্ত্রণালয়ের, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ‘ফরেন এইড ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি সফটওয়্যার তৈরী করে। বিভিন্ন দাতা গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সফটওয়্যার উদ্বোধনের পর বক্তারা বলেন,ভবিষ্যতে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিদেশী সাহায্য বাড়াতে এই পদক্ষেপ বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের পর, সদ্য ঘোষণা করা নতুন বাজেটের প্রস্তাবিত বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। এসময় তিনি বলেন, বাজেটে ব্যাংক আমানতের উপর আবগারী শুল্ক কমছে না,আর বাজেটের সমালোচনাকে এক কথায় উড়িয়ে দেন।