শিগগিরিই গঠন করা হচ্ছে ব্যাংকিং কমিশন: অর্থমন্ত্রী

শিগগিরিই গঠন করা হচ্ছে ব্যাংকিং কমিশন: অর্থমন্ত্রী

শেয়ার করুন

অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

ব্যাংকিং খাতে খেলাপি ও দুর্নীতি রোধে গঠন হচ্ছে ব্যাংকিং কমিশন। তাছাড়া কিছু কিছু ব্যাংককে একীভূত করার প্রচেষ্টা চলছেও বলে জানান অর্থমন্ত্রী। অন্যদিকে, বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে আসন্ন বাজেটে দিক-নির্দেশনা রাখার পরামর্শ সংশ্লিষ্টদের।

নানা দুর্নীতি আর জালিয়াতির কারণে সংকটে ঘূর্ণিপাক খাচ্ছে দেশের ব্যাংকিং খাত। পরিস্থিতি থেকে উত্তরণে বার বার ব্যাংকিং কমিশন গঠনের ঘোষণাও এসেছিলো সরকারের পক্ষ থেকে। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের সাম্প্রতিক চিত্র তুলে ধরে বলেন, অগ্রগতি থাকলেও সুশাসনের অভাব রয়েছে। তাই এ খাতে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে।

তাছাড়া পিছিয়ে পড়া ব্যাংকগুলোকে একীভূত করার পক্ষেও মত তার। ব্যাংকগুলোকে রাজনৈতিক বিবেচনায় ঋণ প্রদান থেকে বিরত রাখা এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে আসছে বাজেটে দিক নির্দেশনা দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।

এছাড়া, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসা-বানিজ্য সহজ করতে প্রতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা।