লন্ডনের বাজারে তেলের দাম পড়তির দিকে

লন্ডনের বাজারে তেলের দাম পড়তির দিকে

শেয়ার করুন

81a0d4e7afc0fbf9b25dc1d93f43996639152fe448dc3ffb595570561dace877_3881320এটিএন টাইমস ডেস্ক :

লন্ডনের বাজারে তেলের দাম পড়তির দিকে। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৪ দশমিক ২ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাক্টসেট রিসার্চ সিস্টেমস ইনকরপোরেশন এই তথ্য জানায়।

চলতি অর্থবছরের প্রথম কার্যদিবসে প্রতি ব্যারেলের বিক্রি হয়েছে ৫৮ ডলার ৩৭ সেন্টে। অথচ এর আগে দর ছিল ৪৭ ডলার ৯২ সেন্ট। চলতি বছরের প্রথমার্ধে বিশ্ববাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ১৪ দশমিক ৩ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে পণ্যটির দাম কমেছিল প্রায় ৯ শতাংশ।

সর্বশেষ জুনে পণ্যটির দাম কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। তবে টানা সাত দিন ডব্লিউটিআইয়ের বাজার রয়েছে ঊর্ধ্বমুখী। গত শুক্রবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ব্যারেলে ১ ডলার ১১ সেন্ট। আগস্টে সরবরাহ চুক্তিতে বৃহস্পতিবারের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৪৬ ডলার ৪ সেন্টে।