ট্রাম্পের বিতর্কিত টুইটের নিন্দায় রিপাবলিকানরা

ট্রাম্পের বিতর্কিত টুইটের নিন্দায় রিপাবলিকানরা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

টিভি উপস্থাপিকাদের নিয়ে বিতর্কিত টুইট করায় নিজ দলে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নেতারা এসব বিতর্কিত টুইট বন্ধ করার দাবি জানিয়েছেন।

এমএসএনবিসি টিভির দুই উপস্থাপিকা জো স্কারবরো ও মিকা ব্রেঝেনস্কিকে নিয়ে বিতর্কিত টুইট করেন ট্রাম্প। তিনি তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন। এর প্রেক্ষিতে ট্রাম্পের সমালোচনা করেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান।

তিনি বলেন, বিতর্ক করতে হলেও সভ্যতা বজায় রাখা উচিত। রিপাবলিকান সিনেটর বেন সাসে প্রকাশ্যেই ট্রাম্পকে এসব টুইট বন্ধ করার আহ্বান জানান। অন্যদিকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ট্রাম্প যোগ্য কিনা, তা যাচাইয়ে ১১ সদস্যের কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন কংগ্রেসম্যান জেমি রাসকিন। তিনি বলেন, চিকিৎসক এবং মনোবিজ্ঞানীদের নিয়ে ১১ সদস্যের একটি কমিশন গঠন করা উচিত।