রিজার্ভ চুরি: ‘মামলা করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয় আলোচনা করবে’

রিজার্ভ চুরি: ‘মামলা করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয় আলোচনা করবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রিজার্ভ চুরির ঘটনায় মামলা করতে বাংলাদেশ ব্যাংকের সাথে অর্থ মন্ত্রণালয় আলোচনা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে প্রাণীবিজ্ঞান সমিতির দ্বি-বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এসময় সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই বলে জানান অর্থমন্ত্রী।
উপকূলীয় এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণ এ্ববং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে জনগণকে আরও সচেতন করারও পরামর্শ দেন বক্তারা।

সম্মেলন শেষে অর্থমন্ত্রী রিজার্ভ চুরির মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ ব্যাংক দেওয়া প্রস্তাবে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক রাজি হলে মামলা হতে পারে। তিনি বলেন, রিজার্ভ চুরিতে সহযোগিতার দায়ে পৃথিবী থেকে রিজাল ব্যাংকেই বিদায় করা হবে।