বিজিএমইএ ভবন ভাঙতে শেষ বারের মত ৭ মাসের সময়

বিজিএমইএ ভবন ভাঙতে শেষ বারের মত ৭ মাসের সময়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন ভাঙতে আরো সাত মাস সময় দিয়েছে আপিল বিভাগ।

রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। এই সময়ের মধ্যে ভবন ভাঙতে হবে। বিজিএমইএ’র পক্ষে অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এক বছর সময় চেয়ে আদালতে আবেদন জানান।

রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গত মার্চে বিজিএমইএর আবেদনে আপিল বিভাগ ছয় মাস সময় দিয়েছিল। এই সময় ১২ সেপ্টেম্বর শেষ হয়। এরপর থেকেই নতুন করে সাত মাস গণনা শুরু হবে।

২০১১ সালে হাইকোর্ট বিজিএমইএ ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। ভবনটি নির্মাণের আগে ওই স্থানের ভূমি আগের অবস্থায়  ফিরিয়ে আনতেও নির্দেশ দেয়া হয় বিজিএমইএকে। গত বছর  বিজিএমইএ-র আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ।