পাকিস্তান উল্টো দাবি করছে: তোফায়েল

পাকিস্তান উল্টো দাবি করছে: তোফায়েল

শেয়ার করুন

tofail-ahmedনিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কাছে পাকিস্তানের পাওনার দাবিকে ভিত্তিহীন ও অবাস্তব দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উল্টো দাবি করছে তারা।

বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রাহাম মর্টনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, পাকিস্তানের একটি পত্রিকার খবর অনুযায়ী বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা দাবি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থাকায় সেখানে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াজাত পন্য রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা না থাকা দেশগুলোর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।