নড়াইলে বাড়ছে সুপারির চাষ

নড়াইলে বাড়ছে সুপারির চাষ

শেয়ার করুন

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে দিন দিন বাণিজ্যিক ভাবে বাড়ছে সুপারির চাষ। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকার সুপারির হাট জমে উঠেছে।

চলতি বছর জেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। গড়ে প্রতি হেক্টর জমিতে ২ দশমিক ৬৮ মেট্রিক টন সুপারি পাওয়া যাবে। নড়াইলের স্থানীয় চাহিদা মিটিয়ে সুপারি যাচ্ছে নোয়াখালি, লক্ষীপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের ২০টির ও বেশি জেলায়।

এ সকল হাটকে সামনে রেখে জেলার প্রায় ২ হাজার মৌসুম ব্যাবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। গত বছরের তুলনায় এবছরে সুপারির ফলন ভাল হওয়ায় ও বাজারে সুপারির দাম ভাল থাকায় জেলার চাষীরা দিনে দিনে সুপারি চাষে আগ্রহ দেখাচ্ছেন। সুপারি চাষে ব্যয় কম হওয়ায় এ ব্যবসায় ঝুঁকছেন বলে জানান জেলা কৃষি কর্মকর্তা।