নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

জিএসপির পিছনে না ছুটে, বিশ্বের বিভিন্ন দেশে নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে মাস ব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

রাজধানীর আগারগাঁয়ে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে প্রথমবারের মতো জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ করেন তিনি। এতে ২০১৩-১৪ অর্থ বছরের জন্য মোট ৬১টি বাংলাদেশি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি দিয়ে সম্মাননা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের বাণিজ্য প্রসারে ব্যবসায়ীদের নানা সুযোগ তৈরি করে দিচ্ছে। তবে বেসরকারি খাতেরও দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোতে সহযোগীতা করার পাশাপাশি বৈদেশিক বাণিজ্য প্রসারেও কিছু দায়িত্ব রয়েছে।