জ্বালানি তেলের দাম কমালে অর্থনীতি গতিশীল হবে : অর্থমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমালে অর্থনীতি গতিশীল হবে : অর্থমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জ্বালানি তেলের দাম কমালে অর্থনীতি গতিশীল হবে বলে মনে করেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান ব্রায়ান এতকেইনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জানান, আসন্ন সংসদ অধিবেশনের আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তিনি। আর, তেলের দাম কমলে বিদ্যুতের দামও বিবেচনায় আসবে।

বাংলাদেশের অর্থনীতির চলমান গতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান অর্থমন্ত্রী। এ সময় বাংলাদেশের কাছে পাকিস্তানের সাতশ’ কোটি টাকা পাওনার দাবি প্রসঙ্গে তিনি বলেন, উল্টো তাদের কাছেই আমরা টাকা পাব।