জানুয়ারিতে প্রথমবারের মতো শুরু চা প্রদর্শনী

জানুয়ারিতে প্রথমবারের মতো শুরু চা প্রদর্শনী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে চা প্রদর্শনীর। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি তিন দিনব্যাপী এই চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। বাংলাদেশ চা বোর্ড এই প্রদর্শনীর আয়োজন করছে।

রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা জানান। চা প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দর্শনার্থীদের কোনো প্রবেশমূল্য লাগবে না।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশে-বিদেশের চা-প্রেমীদের কাছে বাংলাদেশের চা-শিল্পকে তুলে ধরার উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, এই বছর চা উৎপাদন খুব ভালো হয়েছে। বাংলাদেশীয় চা সংসদ জানিয়েছে, উৎপাদনের পরিমাণ আট কোটি কেজি ছাড়িয়ে যাবে।