জঙ্গি অর্থায়ন ও অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থাপনায় বাংলাদেশ ঝুঁকিমুক্ত

জঙ্গি অর্থায়ন ও অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থাপনায় বাংলাদেশ ঝুঁকিমুক্ত

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গি অর্থায়ন ও অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থাপনায় বাংলাদেশ ঝুঁকিমুক্ত বলে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা-এশিয়া প্যাসিফিক গ্রুপ অন্য মানিলন্ডারিং-এপিজি।

বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান, ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। তিনি বলেন, এপিজির মূল্যায়নে নরওয়ে, শ্রীলঙ্কা, ফিজির চেয়ে ভালো অবস্থান বাংলাদেশের। কোন কোন ক্ষেত্রে অস্ট্রেলিয়াসহ উন্নত অনেক দেশের ওপরে বাংলাদেশ। এর ফলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি বাবদ যে লাখ লাখ ডলার খরচ হতো, এখন তা সাশ্রয় হবে। বেগবান হবে বিদেশি বিনিয়োগও।

গত ৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এপিজির বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিবেদনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।