চাল সংগ্রহ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশ্বব্যাংকের

চাল সংগ্রহ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশ্বব্যাংকের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চাল  সংগ্রহ নিয়ে  দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ  দিল বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখালে বাজার থেকে চাল উধাও হওয়ার আশঙ্কা রয়েছে। বরং দরকার চাল আমদানি প্রক্রিয়া সহজ করা।

মঙ্গলবার সকালে বিশ্বব্যাংক ঢাকা অফিস কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলনে এসব অভিমত তুলে ধরে দাতা সংস্থাটি।

একদিকে বাড়ছে চালের দাম। অন্যদিকে কমে আসছে সরকারি বেসরকারিভাবে চালের মজুদও। ভালো অবস্থায় নেই সরকারের ধান চাল সংগ্রহ পরিস্থিতিও। বাজারের চেয়ে দাম কম তাই সরকারকে চাল দিতে আগ্রহ নেই চালকল মালিকদের।

এমন পরিস্থিতি আর বাস্তবতা বিবেচনায় দাতা সংস্থা বিশ্বব্যাংক বলছে বাজারে চালের সরবরাহ বাড়াতে হবে। তবে  এক্ষেত্রে ব্যবসায়ীদের কোনও হয়রানি নয়।

প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে চালের মূল্যবাড়ার বিষয়টি। বিশ্বব্যাংক বলছে চালের বাড়তি মূল্য  সরকারের ভর্তুকির খরচও বাড়াবে।

বিশ্বব্যাংক বলছে , ১৫ শতাংশ ভ্যাট  জিনিসপত্রের দাম বাড়াবে। তবে বেশিরভাগ নিত্য পণ্য ভ্যাটমুক্ত হওয়ায় কিছুটা রেহাইও মিলবে। আর ব্যাংক আমানতের ওপর শুল্ক বাড়ানো জনগণকে ভুল সংকেত দিচ্ছে বলেও মনে করছে দাতা সংস্থাটি।