গত অর্থবছরে জিডিপির চূড়ান্ত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.১

গত অর্থবছরে জিডিপির চূড়ান্ত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গেলো ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির চূড়ান্ত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সাত দশমিক এক এক। তবে প্রবৃদ্ধি বাড়লেও দেশের মানুষের মাথাপিছু আয় ১ ডলার কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ ডলারে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৬-১৭ অর্থবছরের ১০ম এবং বর্তমান সরকারের ৯১তম একনেক সভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হলে, তিনি এ জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।

সভাশেষে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির অনুমান ভুল প্রমাণ করে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৭.১১ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী আরো জানান, একনেক সভায় ঢাকার সন্মিলিত সামরিক হাসপাতালে ক্যান্সার সেন্টার নির্মাণ, ঢাকায় বিজিবির সদর দপ্তরে অফিসার ও অন্যান্য পদধারী কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।