কুমিল্লায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

কুমিল্লায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

শেয়ার করুন

IMG_9214এটিএন টাইমস ডেস্ক :

২রা ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে লীড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা জেলার লীড ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরী করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে ওঠাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোঃ আবুল বশর ও সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, কুমিল্লার সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোঃ নূরুল হক, বাংলাদেশ কুষি ব্যাংকের মহাব্যবস্থাপক মিসেস্ পারভীনা আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহিদ হোসেন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জনাব এ, এইচ. এম রফিকুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আবদুল মজিদসহ কুমিল্লা জেলার সকল ব্যাংকের সকল শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।