এক কোটি পিস চামড়া কেনার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন ব্যবসায়ীরা

এক কোটি পিস চামড়া কেনার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন ব্যবসায়ীরা

শেয়ার করুন

কাঁচা-চামড়ানিজস্ব প্রতিবেদক :

এক কোটি পিস চামড়া কেনার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন ব্যবসায়ীরা। তবে একইসঙ্গে অর্থ সংকট নিয়ে উদ্বিগ্ন তারা। অস্বস্থিতে আছেন এখনো অপ্রস্তুত নতুন ট্যানারী পল্লীও নিয়েও।

আসছে, চামড়ার সবচাইতে বড় মৌসুম, কোরবানির ঈদ। বছর জুড়ে সংগ্রহ করা চামড়ার প্রায় অর্ধেকই আসে এ সময়েই।

তাই ব্যবসায়ীরাও এখন অপেক্ষায়। কিনতে চান গরু ও খাসির প্রায় এক কোটি পিস চামড়া। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। একদিকে বন্যার কারণে কোরবানি কম হওয়ার আশংকা, অন্যদিকে অর্থসংকটে আছেন ট্যানারি মালিকরা।

এবার চামড়ার দাম নির্ধারন করা হয়েছে গরু প্রতি বর্গফুট ৫০-৫৫ আর খাসি ২০-২২ টাকা।মুলত কাচা চামড়া ব্যবসায়ীদের কাছ থেকেই লবনযুক্ত চামড়া কেনে ট্যানারিগুলো। কিন্তু কাচা চামড়ার ব্যবসায়ীরাও এখন চিন্তিত লবন নিয়ে।কারন লবনের দাম বস্তাতে  বেড়েছে ৫০০ টাকা।

আবার কাচা চামড়া যেখানে প্রক্রিয়াজাত হবে সেই ট্যানারি পল্লীর কাজও শেষ হয়নি এখনো।১৫৪ ট্যানারির মধ্যে কাজ শেষ করেছে মাত্র ৭০-৮০টি । আছে অবকাঠামোগত নানা সমস্যাও। ব্যবসায়ীরা বলছেন, সব মিলে চামড়া নিয়ে রয়েছে এখন বড় ধরনের অনিশ্চয়তা।