পাঁচ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো প্রায় ১হাজার ১৬ মেট্রিক...

পাঁচ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো প্রায় ১হাজার ১৬ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন

শেয়ার করুন

benapole-ne

।। তামান্না ফারজানা, যশোর ।।

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাঁচ দিনে প্রায় ১ হাজার ১৬ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ২০০ মেঃটন অক্সিজেনবাহী ট্রেন বেনাপোলে পৌঁছায়।
কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকাল সাড়ে ৩টায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার একই পথ দিয়ে ভারতে ফিরবে।
জানা গেছে, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক লিন্ডে ইন্ডিয়া। অক্সিজেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।