রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অং সান সুচির মিয়ানমারে চলছে চরম নিন্দনীয় গণহত্যা। বহুকাল ধরে রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করলেও তাদের স্বীকৃতি বা নিরাপত্তা দিচ্ছে না দেশের সরকার। বরং সামরিক বাহিনী ও বৌদ্ধ ভিক্ষুরা নির্বিচারে হত্যা করছে রোহিঙ্গাদের।

রোহিঙ্গা হত্যায় প্রতিবাদমুখর হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে, টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। এসময়, রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ ও সুচির নোবেল বাতিলের দাবিও জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, যে ধর্মে জীব হত্যা মহাপাপ, সেই ধর্মের মানুষেরা কিভাবে এত মানুষ হত্যা করে! বাংলাদেশ সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কথা। মিয়ানমারের আরাকানে মানবতার চরম বিপর্যয় দেখা দিয়েছে, এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।