রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

শেয়ার করুন

রাবি প্রতিনিধি :

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় আহত হয়েছে ১০ শিক্ষার্থী ।

কোটা সংস্কার প্রজ্ঞাপন আকারে প্রকাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। কর্মসূচি পালন করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষার্থীরা আবার কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের ওপর আবারো হামলা চালায় ছাত্রলীগ। দুই দফা হামলায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হন।