ফল প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে সড়ক অবরোধ

ফল প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে সড়ক অবরোধ

শেয়ার করুন

22310458_1014926148645701_1990093036807699583_nনিজস্ব প্রতিবেদক :

পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করেছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। অন্দোলনের কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। আর এর প্রভাবে আশে পাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

রোববার সকাল নয়টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই পাঁচ দফা দাবি হলো- এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ফল দ্রুত প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খোলা।

অন্যদিকে, সড়ক অবরোধ করে অন্দোলন করায় ওই সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে।