দাবী না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা ববি’র শিক্ষার্থীরা

দাবী না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা ববি’র শিক্ষার্থীরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আগামী রোববারের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। অনার্সে কৃতকার্য সব শিক্ষার্থীকে মাস্টার্সে ভর্তির সুযোগ, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ২২ দফা দাবিতে গত ৮ দিন ধরে আন্দোলন করে আসছেন তারা।

আন্দোলনের কারণে ক্লাশ, পরীক্ষাসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীদের।

দাবি আদায়ে শিক্ষার্থীরা প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেও গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে মূলফটকে অবস্থান নিয়েছেন তারা।