ঝিনাইদহে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

ঝিনাইদহে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

শেয়ার করুন

নিজাম জোয়ারদার বাবলু, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে চোর সন্দেহে গন-পিটুনিতে ফারুক হোসেন (৪০) নামের  এক ব্যাক্তি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার বড় বামুনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে নড়াইল জেলার কালিয়া উপজেলার গাজিরহাট গ্রামের মৃত আকুব্বর বিশ্বাসের ছেলে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

কোটচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, জেলার কোটচাদপুর উপজেলার বড় বামুনদিয়া গ্রামে আজ ভোরে ঘরজামাই ফারুক হোসেন একই এলাকার আমিনুলের বাড়ীতে চুরি করতে গেলে হাতনোতে ধরা পড়ে। এ সময় এলাকাবাসী তাকে গণ-পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে কোটচাদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর ৬ টার দিকে মারা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ আরও জানায় যে, নিহত ফারুক হোসেন দীর্ঘদিন ধরে ঘর জামাই হিসাবে শসুড় শামসুদ্দিনের বাড়িতে বসাবাস করে আসছিল। তবে এটি চুরি করতে গিয়ে গণ-পিটুনিতে নিহত নাকি অন্য কোন কারনে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।