জাবি ক্যাম্পাসে ৫ শিক্ষার্থীর আমরণ অনশন

জাবি ক্যাম্পাসে ৫ শিক্ষার্থীর আমরণ অনশন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। আজ তৃতীয় দিনের মতো, ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করছে তারা।

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে তাদের এ কর্মসূচি। শনিবার থেকে অনশন শুরু করেন সরদার জাহিদ এবং পূজা বিশ্বাস। পরে তাদের সাথে যোগ দেন তুলি, আরমান এবং রুদ্ধ বিশ্বাস নামের ৩ শিক্ষার্থী।

মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের মামলার আসামি হন কয়েকজন শিক্ষার্থী।