ভিয়েতনাম থেকে আমদানি করা চাল চট্টগ্রাম বন্দরে

ভিয়েতনাম থেকে আমদানি করা চাল চট্টগ্রাম বন্দরে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সকালে ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় ভিয়েতনাম থেকে আসা জাহাজ এমভি প্যাক্স সকালে। আগের চালানে আসা ২০ হাজার মেট্রিক টন চালের খালাস চলছে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই নতুন চালানের চাল খালাস শুরু করা হবে বলে জানান, খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম।বাংলাদেশ সরকারি পর্যায়ে ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করছে, তার মধ্যে দুই চালানে মোট ৪৭ হাজার মেট্রিক টন দেশে পৌছেছে।

চালের তৃতীয় চালানটি আগামী ২২ জুলাই দেশে পৌঁছাতে পারে বরে আশা করছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। হাওরে অকাল বন্যায় ফসলের ক্ষতি এবং সরকারি গুদামের মজুদ কমে আসায় সরকার সম্প্রতি ভিয়েতনাম থেকে ৯০৮ কোটি ৮৫ লাখ টাকায় এই আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়।