জাবির ৪২ শিক্ষার্থীর জামিন

জাবির ৪২ শিক্ষার্থীর জামিন

শেয়ার করুন

সাভার প্রতিনিধি :

শিক্ষক লাঞ্চনার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার বিকেলে, আটক শিক্ষার্থীদের ঢাকার মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের কারাগারে আটক রাখার আবেদন করে। আর, শিক্ষার্থীদের আইনজীবী তাদের জামিনের আবেদন করেন। এরপর, অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান তাদের জামিনে মুক্তির এ আদেশ দেন।

এর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর, হল ছেড়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। শুক্রবার ভোরে, সাভারের সিএনবি রোডে বাসের ধাক্কায় ২ শিক্ষাথী নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত করে। এর পর পুলিশ এই ৪২ শিক্ষার্থীকে আটক করেছিলো।