একদল বুনো হাতির তাণ্ডব

একদল বুনো হাতির তাণ্ডব

শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:

সীমান্ত অতিক্রম করে ভারতীয় শতাধিক বন্য হাতির একটি পাল কুড়িগ্রামের রৌমারী উপজেলার তছনস করেছে ঘরবাড়ি ও ফসলী জমি।

ঘটনার পর থেকে আতংকিত গ্রামবাসী রাত জেগে ঢাক-ঢোল ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে।

এলাকাবাসী জানায়, শনিবার রাতে, ভারতীয় হাতির পালটি ভারতের কালাইয়ের চর সীমান্তের ১০৭৬ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে সীমান্ত লাগোয়া আলগারচর গ্রামে ধান, সরিষাসহ ফসলের ব্যাপক ক্ষতি করে।

এসময় হাতিগুলো কয়েকটি বাড়ীর কাচা-ঘর ভেঙ্গে ফেলে। এ অবস্থায় গ্রামবাসী রাতভর ঢাক-ঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতিগুলোকে তাড়াতে সক্ষম হয়।

বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হাসনাইদ খান জানান, এর আগে এ সীমান্তে হাতি নামত না। শনিবার রাত ৯টার দিকে আমাদের এ এলাকায় হাতি নামে।