খুলনায় মাদক বিক্রেতার ১০ বছরের কারাদন্ড

খুলনায় মাদক বিক্রেতার ১০ বছরের কারাদন্ড

শেয়ার করুন
খুলনায় মাদক বিক্রেতার ১০ বছরের কারাদন্ড
খুলনায় মাদক বিক্রেতার ১০
বছরের কারাদন্ড

খুলনা প্রতিনিধি।।
খুলনায় মাদক মামলায় আইয়ুব আলী শরীফ নামের এক মাদক বিক্রেতাকে ১০ বছরের সশ্রম করাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ জানিয়েছেন, ২০০৯ সালে ১২ নভেম্বর আসামী আইয়ুব একটা ব্যাগে করে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে গল্লামারী ব্রীজ পার হচ্ছিল। এ সময় ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মনিরুজ্জামানের সন্দেহ হলে তাকে তল্লাশি করেন।
একসময় তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এব্যাপারে ওই দিন সার্জেন্ট মনির বাদী হয়ে সোনাডাঙ্গা থানা মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার পিএসআই মজিদ বকুল আইয়ুবকে আসামী করে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। মামলায় ছয় জন স্বাক্ষ্য প্রদান করেছেন।