আত্মসমর্পন করতে প্রস্তুত সুন্দরবনের সাগর বাহিনী

আত্মসমর্পন করতে প্রস্তুত সুন্দরবনের সাগর বাহিনী

শেয়ার করুন

মংলা প্রতিনিধি:

সুন্দরবনের ডাকাত মাস্টার, মজনু, আলম, শান্ত ও ইলিয়াস বাহিনীর পরে এবার আত্মসমর্পন করতে যাচ্ছে পুর্ব সুন্দরবনের সাগর বাহিনী।

এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বাভাবিক জীবনে ফেরার জন্য লিখিত আবেদনও জানিয়েছে। এরই ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে তাদের আত্মসমর্পণ করার কথা রয়েছে।

সুন্দরবনে এখনো ৫/৬টি সশস্ত্র বাহিনী বনের ভেতরে রয়েছে। জেলে ও মালিকরা আশা করছে সরকার এভাবে সুযোগ দিলে ২/১ মাসের মধ্যে সুন্দরবন দস্যুমুক্ত হবে।

বাহিনী প্রধান সাগর এটিএন টাইমকে জানিয়েছে, শিগগিরি তারা স্বাভাবিক জীবনে চলে আসতে চায়।