বরিশালে বিশেষ মোবাইল কোর্ট, ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশালে বিশেষ মোবাইল কোর্ট, ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শেয়ার করুন

Screenshot (411)
বরিশাল প্রতিনিধি।।

বরিশালে শুরু হয়েছে বিশেষ মোবাইল কোর্ট সেবা সপ্তাহ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ দস্তগিরের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৯ জন ও পাসপোর্ট অফিস থেকে ৭ দালালকে গ্রেপ্তার করা হয় । পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় রোগীদের হয়রানি করার অভিযোগে শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ৫ জনকে আটক করে প্রত্যেককেই ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া সদর হাসপাতালের সামনে থেকে ৪ জনকে আটক করে ১ জনকে এক মাস কারাদন্ড, একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও বাকি ২ জনকে মুসলেকা দিয়ে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে কাশিপুরের পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে র্যাব। এদের মধ্যে ৬জনকে একমাস করে কারাদন্ড এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বরিশালের গুরুত্বপূর্ন অফিস এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।