হরিধানের উদ্ভাবক কৃষক হরিপদ কাপালী আর নেই

হরিধানের উদ্ভাবক কৃষক হরিপদ কাপালী আর নেই

শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি :

হরিধানের উদ্ভাবক ঝিনাইদহের আদর্শ কৃষক হরিপদ কাপালী মারা গেছেন।

বুধবার মধ্যরাতের পর ঝিনাইদহ সদরের আহসাননগরে নিজ বাড়িতে রাত সোয়া ১টার দিকে বার্ধ্যকজনতি কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

১৯২২ সালের ১৭ সপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার এনায়তেপুর গ্রামে হরিপদ জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে অনাথ হরিপদ পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ১৯৯৫ সালে তিনি ক্ষেতে একটি ধানের গাছ খুঁজে পান যেটি অন্য গাছের থেকে উঁচু এবং শীষে ধানের সংখ্যা বেশী।

গাছটি থেকে বীজ তৈরি করে ধান উৎপাদন শুরু করেন তিনি। তার উৎপাদিত ধানের ফলন তুলনামুলক বেশী হওয়ায় এলাকায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সেই থেকেই এই ধানটি হরিধান নামে পরিচিতি লাভ করে। এ ধান উদ্ভাবনের কারণে বিভিন্ন সময়ে স্বীকৃতও হয়েছেন তিনি।