স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে ঈদ জামাত অনুষ্ঠিত 

স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে ঈদ জামাত অনুষ্ঠিত 

শেয়ার করুন
IMG_20210514_124342

অর্পন বড়ুয়া, কক্সবাজারঃ  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিন্ন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে একাধিক জামাতের।

মসজিদের অভ্যন্তরে আধা ঘন্টা পর পর অনুষ্ঠিত প্রতি জামাতে ইমামতি করেন পৃথক পৃথক ইমাম ।
সকাল আটটায় ঈদগাঁহ ময়দান জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক। কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল,জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ,বাংলাদেশ আওয়ামীলীগ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজসহ মুসল্লীরা ঈদের নামাজ আদায় করে।
পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
একই স্থানে ২য় জামাত সাড়ে আট’টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়।