সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাব

সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাব

শেয়ার করুন

নিজাম উদ্দিন, মংলা প্রতিনিধি :

মংলার সুন্দরবনের জোংড়া এলাকা থেকে অস্ত্রসহ জলদস্যু মোস্তফা বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব ৮। আটকের পর দস্যুদেও খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজ সোহেল রানা জানান, জলদস্যু মোস্তফা বাহিনীর সদস্যরা শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় অবস্থান নিয়ে মুক্তিপণ আদায়ের জন্য জেলে অপহরণ ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব ৮।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে জলদস্যু মোস্তফা  বাহিনীর সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাহিনীর দুই সদস্য কে আটক করা হয়। বাকীরা বনের গহীনে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ১ বিদেশী দুইনালা বন্দুক,২ টি এক নালা বন্দুক, ১ টি কাটা রাইফেল, ২ টি ওয়ান শুটান গান ও ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব । আটক দস্যুদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর  আজই দাকোপ  থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।