সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত ৫৬ জন, শনাক্তের হার ৩৪.১৪ শতাংশ

সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত ৫৬ জন, শনাক্তের হার ৩৪.১৪ শতাংশ

শেয়ার করুন

Sunamgonj-Hospital

।। পঙ্কজ দে, সুনামগঞ্জ ।। 

সুনামগঞ্জ জেলায় এই বছরের সর্বেচ্চ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৬
জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, তাহিরপুর
উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলার ৩ জন, ধর্মপাশা উপজেলার ৫ জন, ছাতক উপজেলার ১৬ জন
এবং জগন্নাথপুর উপজেলার ৯ জন। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন ছাতক উপজেলার ১২ জন।
মঙ্গলবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য
জানা যায়।
রিপোর্ট অনুযায়ী ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার
৩৪.১৪ শতাংশ। সুনামগঞ্জ সদর উপজেলায় ৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, দোয়ারাবাজর উপজেলায়
১৮ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ১ জন, জামালগঞ্জ
উপজেলায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ধর্মপাশা উপজেলায় ১১ জনের নমুনা পরীক্ষায় ৫ জন,
ছাতক উপজেলায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১৫ জনের নমুনা
পরীক্ষায় ৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বিশ^ম্ভরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন
করে ব্যক্তির নমুনা পরীক্ষা করা হলেও কেউ শনাক্ত হননি।
বর্তমানে আইসোলেসনে আছেন ২৫১ জন। এরমধ্যে সর্বোচ্চ ৮০ জন সুনামগঞ্জ সদর
উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৩৫ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ২০
জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলার ৩০ জন, ধর্মপাশা উপজেলার ৩৩ জন, জগন্নাথপুর
উপজেলার ৩৭ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন এবং শাল্লা
উপজেলায় ৫ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন।
এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,১৩৩ জন। এরমধ্যে
আরোগ্য লাভ করেছেন ২৮৪৮ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০.৯০ শতাংশ। করোনায় আক্রান্ত
হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৩৪ জন।
করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। এ উপজেলায় ১৩১২ জন আক্রান্তের
বিপরীতে সুস্থ হয়েছেন ১২২১ জন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ১৪৩ জনের মধ্যে ১৩৭ জন,
বিশ^ম্ভরপুর উপজেলায় ১০০ জনের মধ্যে ৯৯ জন, তাহিরপুর উপজেলায় ৮২ জনের মধ্যে ৬০ জন,
জামালগঞ্জ উপজেলায় ১১০ জনের মধ্যে ১০৬ জন, দিরাই উপজেলায় ১৫২ জনের মধ্যে ১২০ জন,
ধর্মপাশা উপজেলায় ৭৮ জনের মধ্যে ৪২ জন, ছাতক উপজেলায় ৬৭৮ জনের মধ্যে ৬৩১ জন,
জগন্নাথপুর উপজেলায় ২৮০ জনের মধ্যে ২৪২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৪৯ জনের মধ্যে
১৪৬ জন এবং শাল্লা উপজেলায় ৪৯ জনের মধ্যে ৪৫ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৮২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে
রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ২৬৮ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার
৮৩৩ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,২১৬ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত
হয়েছেন ৩০০ জন।