কুমিল্লায় মাদক-অস্ত্র উদ্ধার এক নারীসহ ৪মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

কুমিল্লায় মাদক-অস্ত্র উদ্ধার এক নারীসহ ৪মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

শেয়ার করুন

 

Madok

।। কুমিল্লা প্রতিনিধি ।।
কুমিল্লায় বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ এক নারীসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার
করেছে র‌্যাব-১১। আজ (মঙ্গলবার) সকালে নগরীর কান্দিরপাড় এলাকায় বিশেষ অভিযান
চালিয়ে বিদেশী মদসহ ৩মাদককারবারি ও পরে তাদের দেয়া তথ্যমতে আরও এক নারী মাদক
কারবারিকে মাদক বিক্রির সময় গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯
বোতল বিদেশী মদ ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সদর
উপজেলার অরণ্যপুর গ্রামের মো. আব্দুল ওহাব এর ছেলে মো. মিজানুর রহমান (৩২),
একই গ্রামের মৃত কাজী ফজর আলীর ছেলে মো. আব্দুল মালেক (৫২), রাজমঙ্গলপুর
গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. খোরশেদ আলম (৪৭), গ্রেফতার হওয়া মিজানুর
রহমানের স্ত্রী সুরাইয়া আক্তার (২২)।
র‌্যাব জানায়, নগরীর কান্দিরপাড়ে অভিযানকালে সিএনজি অটোরিকসার যাত্রীদের
সন্দেহ হলে তল্লাসী করে মাদকদ্রব্য পাচারকালে ২৫ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক
কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে গ্রেফতারকৃত মিজানুর
রহমানের অরেণ্যপুর গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয়ের সময় ৪বোতল বিদেশী মদ, ১টি রামদা ও ১টি সুইচ গিয়ার চাকু
উদ্ধারসহ সুরাইয়া আক্তারকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজন মোহাম্মদ সাকিব
হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল
থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।