সুনামগঞ্জের নীলাদ্রি লেকে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জের নীলাদ্রি লেকে পর্যটক নিখোঁজ

শেয়ার করুন

2_47414_0পঙ্কজ দে, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সীমান্তের টেকেরঘাটের নীলাদ্রি লেকে (টাঙ্গুয়ার হাওর পাড়ে) সাতার কাটতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। দুপুর ২ টায় নিখোঁজ হন এই পর্যটক। নিখোঁজ পর্যটকের নাম ওয়াহিদ খলিল (২৮)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার লাজুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

ঢাকার একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করেন ওয়াহিদ খলিল। রাজধানীর মিরপুর ১৪ এর ডেসকো কোয়াটারে বসবাস করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার ৫ জন পর্যটক শুক্রবার সকালে টাঙ্গুয়ার হাওরে আসেন। শুক্রবার দিনভর টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে শুক্রবার রাতে টেকেরঘাট ট্রলারঘাটে ট্রলারে রাত্রীযাপন করেন তারা। শনিবার সকালে টেকেরঘাট নীলাদ্রী লেকে সাতার কাটতে যান। সাতার কাটার সময় দুপুর দুইটার দিকে ৫ পর্যটকের একজন ওয়াহিদ খলিল (২৮) নিখোঁজ হন।

টাঙ্গুয়ার হাওরে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট সাকিল আহমদ জানান, স্থানীয় ডুবুরিদের দিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে খোঁজাখুঁজি করা হচ্ছে। এখনো এই পর্যটককে খুঁজে পাওয়া যায়নি। বিকাল ৪ টায় তিনি জানান উদ্ধার কাজ চালানোর জন্য, সিলেট ও সুনামগঞ্জ থেকে ডুবুরি রওয়ানা দিয়েছে।