সাভারে ছাত্রলীগের গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৪ আটক

সাভারে ছাত্রলীগের গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৪ আটক

শেয়ার করুন

সাভার প্রতিনিধি :

সাভারে বহিরাগত ছাত্রলীগের গুলিতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত নিহত হওয়ার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, প্রশাসনের নির্দেশে সকাল ১০টার মধ্যে ক্যাম্পাস ছেড়ে গেছে হলের শিক্ষার্থীরা। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী বাপ্পিকে প্রধান আসামি সাভার মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিটি ইউনিভার্সিটির সামনে দোকানপাটও বন্ধ রয়েছে।

এদিকে, নিহত শিক্ষার্থী সিফাতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের বিরুলিয়ায় স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ বাধে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। এ ঘটনায় টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাত নিহত ও ১০ জন আহত হন।