শিশু রাকিব হত্যা মামলায় সাজা কমানোর বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

শিশু রাকিব হত্যা মামলায় সাজা কমানোর বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

খুলনার শিশু রাকিব হত্যা মামলায় সাজা কমানোর যৌক্তিক কারণ না থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আরো জানিয়েছেন, নতুন আইনে মেয়েদের বিয়ের বয়স আসলে ১৮ বছরই রয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী এদিন এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩৫তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন করেন।

বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী জানান, বিয়ের সর্বনিম্ন বয়স মেয়েদের জন্য ১৮ এবং ছেলেদের ২১ বছর থেকে কমানো হয়নি।