সাতক্ষীরায় মেডিকেল এ্যাসি: ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরায় মেডিকেল এ্যাসি: ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

শেয়ার করুন

66এম কামরুজ্জামান,সাতক্ষীরা :

চার দফা দাবীতে সাতক্ষীরায় মেডিকেল এ্যাসিসষ্ট্যান্ট ট্রেনিং স্কুলের ছাত্র-ছাত্রীরা মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করে বুশরা মেডিকেল এ্যাসি: ট্রেনিং স্কুলের ছাত্র ছাত্রীরা।

বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ সাতক্ষীরার সভাপতি ডা: মো: সাহিনুর আলমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সহ সভাপতি ডা: মাহবুবুর রহমান, মেডিকেল এ্যাসি: ট্রেনিং স্কুলের শিক্ষর্থী আল আমিন, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, রাকিবুজ্জামান,আব্দুল্লআহ আল মাসুদ, শারিফুর রহমান চয়ন প্রমূখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে, জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিকে পদায়ন এবং ১০ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে এবং ইন্টার্ণশীপ ভাতা প্রদান করতে হবে।