সাতক্ষীরায় ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও, পুলিশি বাঁধা

সাতক্ষীরায় ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও, পুলিশি বাঁধা

শেয়ার করুন

IMGA0008এম কামরুজ্জামান, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা শহরে ব্যাটারী ও ইঞ্জিন চালিত ভ্যান-রিক্সার বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান এবং বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তারা দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। এ সময় তারা সাতক্ষীরা-আশাশুনি সড়র বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভকারীরা মিছিলসহকারে সাতক্ষীরা বিদ্যু অফিস ঘেরাও করতে রওনা হলে সদর থানার সামনে পুলিশ ব্যারিগেট দিয়ে বাধার সৃষ্টি করে। পুলিশি বাঁধার মুখে আন্দোলন কারীরা আর অগ্রসর হতে পারেনি।  পরে তারা ফিরে এসে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থান নেয়। বেলা ১২ টার দিকে নাগরিক কমিটির নেতারা ফূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ি সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে দশ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেছে।

নাগরিক নেতারা মানববন্ধন চলাকালে বরেন, সাতক্ষীরায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং-এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। গত দুই সপ্তাহ ধরে চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। মানুষের রাতের ঘুম যেন হারাম হয়েগেছে। দুর্বিসহ জীবনযাপন করছে শিশুসহ সব বয়সের মানুষ।

তারা বলেন, গত ১৫ মে থেকে সাতক্ষীরা জেলা শহরে চলছে ইঞ্জিন ও ব্যাটারী চালিত রিক্য্রা-ভ্যানের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান। শহরে নেই কোন রিক্য্র-ভ্যান। হাজার হাজার মানুষ বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। প্রতিদিন কয়েক লাখ মানুষ পরিবহন সংকটের কারণে প্রচন্ড গরমের মধ্যে নাজেহাল হয়ে পড়েছে। সাতক্ষীরা জেলা প্রশসনের এধনের খামখেয়ালিপনার বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে।

মানববন্ধনে সভাপত্বিত করেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মো: আনিসুর রহিম। বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ। মানববন্ধনে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা ইউনিটের জেলা কমান্ডার মশিউর রহমান মুশু, জেলা শ্রমিক লীগের সভাপতি, শেখ ছাইফুল করিম সাবু, বিশিষ্ট শিক্ষক অনুরাগী অধ্যক্ষ আব্দুল হামিদ জেলা জাতীয় পর্টির যুগ্ন সাধরণ সম্পাদক  খালিদুর রহমান খলিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পর্টির সদর উপজেলা সাধরণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জেএসডি সাধারণ সম্পাদক শুধাংশু শেখর সরকার, জেলা জাসদের আশেক-ই-এলাহী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিটের সদস্য সচিব লায়লা পারভিন সেঁজুতি, বিশিষ্ট সমাজ সেবক এনজিও ব্যক্তিত্ব মাদব চন্দ্র দত্ত, গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, রিক্সা শ্রমিক ইউনিয়নের হাবিবুর রহমান মিলন, মমিন হাওলাদার, জহর আলী, রেজাউল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, নাগরিক কমিটির যুগ্ন সদস্য সচিব আলীনূর খান বাবুল।