সাতক্ষীরায় চির নিদ্রায় শায়িত ডা. এম আর খান

সাতক্ষীরায় চির নিদ্রায় শায়িত ডা. এম আর খান

শেয়ার করুন

14964189_1191528554273565_279447621_oএম কামরুজ্জামান :

সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন উপমহাদেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ শিশুবন্ধু খ্যাত সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় অধ্যাপক ডা. এম আর খান।

সোমবার সকাল ১০টা ১৫মি: এ সাতক্ষীরা রসুলপুর ফুটবল ময়দানে ডা. এম আর খান এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন সাতক্ষীরা আহলে হাদিস জামে মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ ওবায়েদুল্লাহ্।

14971615_1191529830940104_1349451295_oএর পূর্বে সকাল সাড়ে ৯টা থেকে রসুলপুর ফুটবল মাঠে শুরু হয় বিশ্ব বরেণ্য খ্যাতিনামা নন্দিত চিকিৎসকের মরদেহে গভীর শ্রদ্ধা নিবেদন। পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান সাতক্ষীরার সর্বস্তরের জনগণ। জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এর মরদেহে শ্রদ্ধা জানান, সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, কালীগঞ্জ-শ্যামনগর-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, পুলিশ সুপার মো. আলতাফ হোসেনসহ সর্বস্থরের মানুষ।

এছাড়া শ্রদ্ধাঞ্জলি জানান, আমরা ৭১’এসএসসি পিএন হাইস্কুল, সাতক্ষীরা শিশু হাসপাতাল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়।  নামাজের জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম আর খান এর ভাই জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. শহিদুল্লাহ,  ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু প্রমুখ।

14964047_1191529807606773_1963260651_oএসময় উপস্থিত ছিলেন ডা. এম আর খান এর একমাত্র কন্যা দৌলতুন্নেসা ম্যান্ডি, জামাতা ফারুক হোসেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতাশেমুল হকসহ সাতক্ষীরার সর্বস্তরের মানুষ। উপমহাদেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এর নামের জানাজায় অংশ গ্রহণ করতে এবং শেষ শ্রদ্ধা নিবেদন করতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

রোববার রাত ১টা ৩০মিনিটে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এর মরদেহ সাতক্ষীরা রসুলপুর তার গ্রামের বাড়ীতে আনা হয়। গত শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। এম আর খান বার্ধক্যজনিত নানা জটিল রোগে কয়েক মাস ধরে ভুগছিলেন। তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ডা. এম আর খানের জন্ম ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরার রসুলপুরে।