সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাকারী মাহাবুব সুলতান গ্রেফতার

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাকারী মাহাবুব সুলতান গ্রেফতার

শেয়ার করুন

Mahabub Sultan

গ্রেফতার হওয়া মাহাবুব সুলতান। ছবি- সংগৃহীত

।। চৌধূরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ ।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা মামলার
প্রধান আসামী মাহাবুব সুলতান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে স্থানীয়
ঘাঘর নদীর পাড় থেকে কোটালীপাড়া থানার এস আই আব্দুল মাজেদের
নেতৃত্বে তাকে গেফতার করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, ২৭ জুন রোববার দুপুর ১২টার দিকে
উপজেলার ভাঙ্গার হাট কাজী মন্টু কলেজের অনিয়ম ও দূর্নীতির সংবাদ
সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক ইনকিলাব
পত্রিকার উপজেলা সংবাদদাতা কামরুল হাসান ও দৈনিক জনতার উপজেলা
প্রতিনিধি বিষ্ণুচন্দ্র ওঝা। গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া স্বাস্থ্য
কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর গোপালগঞ্জ ২৫০
শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় আহত
সাংবাদিকদ্বয় বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো
কয়েক জনের নামে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর গতকাল শুক্রবার রাতে মামলার প্রধান আসামী এলাকার
চিহ্নিহিত একজন মাদকসেবী মাহাবুব সুলতানকে গ্রেফতার করেছে
পুলিশ। আসামী গ্রেফতারের পর অত্র থানায় একটি নিয়মিত মামলা
হয়েছে।

এঘটনায় পলাতক অন্য দুই আসামী রাজীব দাড়িয়া ও মিলন
হাওলাদারকে দ্রুত গ্রেফতারের দাবী জানান সাংবাদিকরা ।