কালিয়াকৈরে করোনায় চারদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু 

কালিয়াকৈরে করোনায় চারদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু 

শেয়ার করুন
IMG-20210703-WA0001
।। সালাহ উদ্দিন সৈকত,কালিয়াকৈর,গাজীপুর ।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চারদিনের ব্যবধানে তিন ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৩টায় ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ছোট ভাই মো.শহীদ (৪৫)। এর চার দিন পর বিকাল সাড়ে পাচঁটার দিকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মেজো ভাই ডাঃ মোঃ মামুন (৫০)।
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল হাকিম মাস্টার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে ছোট ভাই গত ২৮ জুন ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ছোট ভাই গত মঙ্গলবার বিকালে এবং আজ শনিবার বিকেলে বড় ভাইয়ের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘গত ২৮ জুন ছোট ভাই কে বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।নমুনার রিপোর্ট আসার আগেই তাদের মৃত্যু হয়।বড় ভাই পরীক্ষা করে করোনা পজেটিভ হয়ে তিনদিন আগে হাসপাতালে ভর্তি হন।আজ তিনি মৃত্যুবরণ করেন।’
স্থানীয় প্রতিবেশী আসাদ শিকদার জানায়,দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই শহীদ কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকার ইতালি বাজারে কাপড়ের দোকান করতেন। বড় ভাই একই বাজারে ঔষধের ফার্মেসীর দোকান করে ব্যবসা পরিচালনা করতেন।