শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে নিয়ে কটুক্তি করায় গোপালগঞ্জে বিক্ষোভ ও মানবন্ধন

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে নিয়ে কটুক্তি করায় গোপালগঞ্জে বিক্ষোভ ও মানবন্ধন

শেয়ার করুন

Human Chain Photo-1 (3)
।। চৌধূরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ ।।
হিন্দু ধমার্বলম্বীদের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দির স্বর্গীয় পুরুষ
শ্রী হরিচাঁদ ঠাকুরকে নিয়ে কটুক্তি করায় এ্যাডভোকেট অনিতোষ
বালা দিপংকরের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে
মতুয়া ভক্তরা। আজ রোববার সকালে গোপালগঞ্জ সদর উজেলার কৃষ্ণপুর
গ্রামে এ মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে
হরিচাঁদ ঠাকুরের ভক্তরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় কৃষ্ণপুর
বাজারের সড়ক প্রদক্ষিন করে।
এ সময় মতুয়াদের মুখপাত্র দিনেশ কবিরাজ, চন্দ্রকান্ত বিশ্বাস, কমলেশ
বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত শুক্রবার কৃষ্ণপুর বাজারে প্রকাশ্যে শ্রী হরিচাঁদ
ঠকুরকে নিয়ে বাজে মন্তব্য ও কুটুক্তি করে ওই এলাকার অনিতোষ বালা
দিপংকর। এঘটনায় মতুয়া ভক্ত গনেশ চন্দ্র কবিরাজ প্রতিবাদ করলে তাকে
বেধড়ক মারপিটসহ হরিচাঁদ ঠাকুর ও তার ভক্তদের অ¯্রাব্য ভাষায়
গালিগালাজ করে অনিতোষ বালা। যা সনাতন ধর্মীয় ও মতুয়া ভক্তদের
আঘাত করায় এ্যাডভোকেট অনিতোষ বালা দিপংকরের দৃষ্টান্তমুলক শাস্তি
দাবী জানায় তারা।