স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন দৌলতপুর আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা...

স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন দৌলতপুর আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ

শেয়ার করুন
Afaz uddin pic
মরহুম আফাজ উদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

 
।। শরীফুল ইসলাম, কুষ্টিয়া ।।
স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন কুষ্টিয়ার দৌলতপুর আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় ৬টায় তারাগুনিয়া ফুটবল মাঠে কয়েক হাজার দলীয় নেতা-কর্মী ও মুসল্লিদের উপস্থিতিতে দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে শালিমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে সহধর্মীনি মনোয়ারা বেগম আলোর কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের আত্মার শান্তি কামনা করে জানাযা পূর্ব বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে অধ্যাপক নাজমুল হুদা পটল, ছোট ছেলে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বর্তমান এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, সাবেক এমপি রেজা অঅহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠু। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে দৌলতপুর আওয়ামী লীগের হাল ধরেন আফাজ উদ্দিন আহমেদ। ১৯৭৫ সাল থেকে দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২৩ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে ২০০৩ সাল থেকে দৌলতপুর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৯০ সালে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়াম্যান নির্বাচিত হোন আফাজ উদ্দিন আহমেদ। ২০০৮ সালে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হোন তিনি।

বর্তমানে মরহুম আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর উপজেলা এ্যাড. এজাজ আহমেদ মামুন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।