শারীরিক প্রতিবন্ধকতায় হার মানেনি সজিব

শারীরিক প্রতিবন্ধকতায় হার মানেনি সজিব

শেয়ার করুন

atrai-photo-psc-1এটিএন টাইমস ডেস্ক:

নওগাঁর আত্রাইয়ে সজিব মোল্লা শারীরিক প্রতিবন্ধি হওয়া সত্বেও চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে।

দেড় ফিট উচ্চতা বিশিষ্ট শারীরিক প্রতিবন্ধি সজিব মোল্লা হার মানিয়েছে শারীরিক প্রতিবন্ধকতাকে। সে উপজেলার বড়ডাঙ্গা গ্রামের আলেপ মোল্লার পূত্র। পরিবারে দুই ভাইয়ের মধ্যে সজিব মোল্লা ছোট। সে তারাটিয়া বড়ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

এ বিষয়ে প্রতিবন্ধি সজিব মোল্লার মা মোছা. গেদি বিবি বলেন, ‘সজিব আমার দ্বিতীয় পূত্র, সে জন্মের পর থেকেই সে প্রতিবন্ধি। সে সকল বাধাকে উপেক্ষা করে প্রতিবন্ধিতাকে জয় করতে চলেছে। সে পরীক্ষায় ভালো ফলাফল করবে এমনটিই আমার প্রত্যাশা।’

বড়ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন জানান, ‘সজিব মোল্লা আমাদের বিদ্যালয়ে ১ম শ্রেনী থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের কৃতি ছাত্র হিসাবে বরাবরই ভালো ফলাফল করে আসছে। পরবর্তীতে শারীরিক বিভিন্ন রোগের কারণে সে পিছিয়ে পড়ে। তারপরও সে কৃতিত্বের সাথে চলতি সমাপনী পরিক্ষায় ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছে।’